হাবিবুর রহমান, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): আশরাফুল ইসলাম আসাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম ডালিমকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে।
ছাত্রলীগের জেলা কমিটি ২৪ জুলাই নতুন কমিটি ঘোষণা করে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুজ্জাতুল (ডন), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মাহামুদুর রহমান শাহ্ (বনি)।
গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।