জাহিদুর রহমান তারিক, (ঝিনাইদহ): ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী ঝিনাইদহের এক চেয়ারম্যানকে আওয়ামী লীগের প্রার্থী দেখিয়ে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হেলাল উদ্দীন স্বতন্ত্র প্রার্থী হিসেব চেয়াম্যান পদে বিজয়ী হলেও সরকারি গ্যাজেটে তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এটাকে ছাপার ভুল হয়েছে দাবি করে বলেছেন, দু-একদিনের মধ্যে ভুলটি সংশোধন করা হবে।
শৈলকুপার রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ছাপাখানা থেকে এ ভুল হয়েছে। সংশোধনের জন্য তালিকাটি রোববার বিকেলে আবার নির্বাচন কমিশনে ফেরত পাঠানো হয়েছে। খুব দ্রুত সংশোধিত গেজেট পাওয়া যাবে বলে জানান তিনি।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সরকারি গ্যাজেটে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দীনের নাম প্রকাশিত হওয়ার খবর আবাইপুর ইউনিয়নে মানুষজন অবাক হন।
নির্বাচনে হেলাল উদ্দীনের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মুক্তার আহম্মেদ মৃধা। তিনি দাবি করেন, প্রচুর টাকা-পয়সা খরচা করে হেলাল উদ্দীন আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি (মৃধা) দলীয় মনোনয়ন পান।
মুক্তার আহম্মেদ আরো জানান, মনোনয়ন পাওয়ার পর তার কর্মী-সমর্থকদের ওপর নানামুখি নির্যাতন শুরু হয়। ফলে ভোট অনুষ্ঠানের একদিন আগে অসহায় হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মুক্তার আহম্মেদ।
এদিকে চেয়ারম্যানহেলাল উদ্দীন জানান, তিনিও গ্যাজেট দেখে অবাক হয়েছেন। বিষয়টি সংশোধনের জন্য তিনি শৈলকুপা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছেন।