স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে জাতিকে মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, জঙ্গিদের যেখানেই পাবেন সেখান থেকে টেনে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে জঙ্গি নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। তিনি আরও বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস চালাচ্ছে, মসজিদ, মন্দির, গির্জা, হোটেল রেস্তোরাঁয় হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের বিচার এ মাটিতেই হবে। এদেশের মাটি থেকে জঙ্গিবাদ চিরতরে উৎখাত করার জন্য সংশ্লিষ্টদের সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।
সন্তানরা যাতে অনৈতিক, জঙ্গি ও সন্ত্রাসী কাজে জড়িত হতে যাতে না পারে অভিভাবকদের সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পাবনা-৫ সদর এমপি গোলাম ফারুক প্রিন্স, মকবুল হোসেন এমপি, আজিজুল হক আরজু এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ