রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের স্কুল ব্যাগ উপহার দিয়েছেন এক শিক্ষানুরাগী।
আজ সোমবার কাউখালী নদীর আমড়াজুড়ি চরের আবাসনে আশ্রিত ১৫ জন প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুকে মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু।
শিশুরা এসব উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
এসব উপকরণ বিতরণের সময় আমরাজুড়ি আবাসন প্রকল্পের সভাপতি মো. চান মিয়া, স্থানীয় ইউপি সদস্য মহাদেব চন্দ্র আচার্য্য ও চরবাসীরা উপস্থিত ছিলেন।
আবদুল লতিফ খসরু বলেন, শিশুদের মানসিক বিকাশ ও ওদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।