রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালী পোস্ট অফিসের মালামালসহ জরুরি কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বত্তরা পোস্ট অফিসে হামলা চালায়। কাউখালী থানা থেকে মাত্র ২৫ গজ দূরে পোস্ট অফিসটির অবস্থান হলেও জিনিসপত্র তছনছ করে নির্বিঘ্নে কেটে পড়ে দুর্বৃত্তরা।
হামলায় আর্থিক ক্ষতি তেমন না হলেও পোস্ট অফিসের প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষতি হয়েছে।
উপজেলা পোস্ট মাস্টার মো. মজিবুর রহমান মল্লিক জানান, রোববার দিবাগত রাতে থানাসংলগ্ন উপজেলা পোস্ট অফিসের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। কম্পিউটার রুমের মালামালসহ দুর্বত্তরা অফিসের দরকারি কাগজপত্র তছনছ করে। এরপর কলাপসিবল গেট ভেঙে অফিসের সিন্ধুকসহ কাগজপত্র বাইরে ফেলে দেয়। রাতে বৃষ্টিতে ভিজে কাগজপত্র নষ্ট হয়ে যায়। তবে দুর্বত্তরা সিন্ধুকটি ভাঙতে না পারায় কোনো টাকাপয়সা নিতে পারেনি।
পোস্ট মাস্টার আরো জানান, চুরির উদ্দেশ্যে অথবা অন্যকোনো কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে । এ নিয়ে কাউখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা কোনো আর্থিক ক্ষতি করতে পারেনি। অফিসের কিছু কাগজপত্র বাইরে ফেলে দেওয়ায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।