অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): আলহাজ্ মাইনুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাইলট চত্ত্বর ক্রিকেট দল। শুক্রবার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা হান্নান-মান্নান ক্রিকেট দলকে ১২ রানে হারিয়ে দেয়।
টসে জিতে প্রথমে ব্যাট করে পাইলট চত্ত্বর ক্রিকেট দল নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। জবাবে হান্নান-মান্নান ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। পাইলট চত্ত্বরের অপু ম্যাচ সেরা হন। শনিবার একই মাঠে প্রথম সেমিফাইনালে নাচোল ফিরোসিয়াস ইলেভেন খেলবে ইসলামপুর ক্রিকেট একাদশের বিরুদ্ধে ।