আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি। র্যালিটি পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে মানবববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম, জঙ্গি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন, ফজলুর রহমান প্রমুখ।
এসময় মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।