আত্রাইয়ে মানব পাচার প্রতিরোধ বিষয়ে কর্মশালা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোববার সকালে আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি ও উইনরকের সহযোগিতায় আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থা এবং সচেতন রাজশাহীর আয়োজনে মানব পাচার প্রতিরোধের জন্য সচেতনতা ও করণীয় বিষয়ে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির দিনব্যাপী  এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

New Image
আত্রাইয়ে মানব পাচার প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চ্যানেল আই নওগাঁ প্রতিনিধি এমরুল কায়েশ, নওগাঁ নিউজ ভিশন এর সম্পাদক ও এসএ টিভি নওগাঁ প্রতিনিধি মামুনুর রশিদ বাবু, আত্রাই উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার  সভানেত্রী সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, পূর্ণিমা এনজিও পরিচালক এসএম হাসান সেন্টু, এটিবিএমএস  সমন্বয়কারী  সাংবাদিক কাজী আব্দুর রহমান, সেভেন স্টারস হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টারের অফিস ইনচার্জ মোঃ মিলন, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শ্রী পঙ্কজ কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শাহীনুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুহুল আমিন পলাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক।

কর্মশালায় মূল বিষয় উপস্থাপন করেন সচেতন এনজিও সমন্বয়কারী নাজমা পারভীন, প্রোগ্রাম অফিসার বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পারসন সেলিনা পারভীন, প্রকল্প সমন্বয়কারী মাহমুদ-উন নবী পলাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.