রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে সৃষ্ট লঘুচাপের কারণে রবিবার উপকূলীয় উপজেলা পিরোজপুরের কাউখালীতে দিনভর ঝোড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি হয়েছে। কঁচা, সন্ধ্যা ও গাবখান নদী উত্তাল রয়েছে। নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বৃষ্টির পানিতে হাজার হাজার ঘরবাড়ি ডুবে গেছে।
অতিবৃষ্টির কারণে কাউখালী উপজেলা সদরসহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার ৪৫টি গ্রাামের অর্ধলক্ষাধিক মানুষ। পানিবন্দি এসব মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এতে মানুষের স্বাভাবিক জীবনযাপনও ব্যহত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে রাস্তায় বের হতে দেখা যায়নি।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাউখালী থেকে ঢাকাগামী কোনও যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। বিআইডব্লিউটিএ সুত্র জানা গেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ।
বৃষ্টি ও বাতাসের সঙ্গে তাল মিলিয়ে কাউখালীতে সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।