ঝড়ে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত কাউখালীর শহিদ স্মৃতি স্কুল

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝড় আর ভারী বর্ষণে কাউখালী ইউনিয়নের কেউন্দিয়া শহিদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার দুপুরের ঝড়ে স্কুলসংলগ্ন বিশালাকৃতির চারটি গাছ উপড়ে পড়লে বিদ্যালয়ের পাকা সীমানা প্রাচীর সম্পূর্ণ ধসে পড়ে।

এছাড়া একটি টিনশেড শ্রেণিকক্ষের ওপর গাছ পড়ে কক্ষটি বিধ্বস্ত হয়। স্কুলে যাওয়া আসার মূল সড়কের ওপর গাছ উপড়ে পড়ে রাস্তাও ভেঙে যায়।

Kawkhali strom
ঝড়ে গাছ উপড়ে বিদ্যালয়ের পাকা সীমানা প্রাচীর সম্পূর্ণ ধসে পড়ে।

পরদিন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা উপড়ে পড়া গাছগুলো অপসারণ  করেন।

খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম সোমবার সকালে স্কুলটি পরিদর্শন করেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে উপজেলার কেউন্দিয়া গ্রামের শহিদদের স্মরণে ১৯৭২ সালে কেউন্দিয়া শহিদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে দুই সহস্ত্রাধি ছাত্রী লেখাপড়া করছে।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা বলেন, বিদ্যালয়টির লেখাপড়ার মান সন্তোষজনক। রোববার ঝড়ে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা মিলে স্বেচ্ছাশ্রমে তা অপসারণ করে। দুর্যোগ মোকাবেলায় মানুষের সম্মিলিত এই সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.