স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশীতে বৃহস্পতিবার বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের স্বাস্থ্য পরামর্শ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কিশোর-কিশোরীদের মনোদৈহিক বিষয় নিয়েও আলোচনা হয়।
সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক হৃদরোগীকে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুতাসিম বিল্লাহ ও ডা. মাসুদুর রহমান। এছাড়া সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ’সুন্দর’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বার্তাপ্রধান তুষার আব্দুল্লাহ, ডা. সাহেদ ইমরান এবং এস এম রাজ্জাক।
স্কুলশিক্ষার্থীদের বয়োসন্ধিকালের বিভিন্ন মানসিক ও শারীরিক পরিবর্তন বিষয়ে ‘তোমার কথা আমাদেরই কথা’ শীর্ষক আলোচনা করেন অতিথিরা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় । বিশেষজ্ঞরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের আয়োজনে এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ’সুন্দর’ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অনুষ্ঠানে রেলওয়ের পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল খান, স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীর উপস্থিত ছিল।