ঈশ্বরদীতে হৃদরোগ ও বয়োসন্ধি নিয়ে পরামর্শ সভা

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশীতে বৃহস্পতিবার বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের স্বাস্থ্য পরামর্শ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কিশোর-কিশোরীদের মনোদৈহিক বিষয় নিয়েও আলোচনা হয়।

সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক হৃদরোগীকে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুতাসিম বিল্লাহ ও ডা. মাসুদুর রহমান। এছাড়া  সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ’সুন্দর’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বার্তাপ্রধান তুষার আব্দুল্লাহ, ডা. সাহেদ ইমরান এবং এস এম রাজ্জাক।

Tushar Abdullah in Ishwardi health camp
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুষার আবদুল্লাহ।

স্কুলশিক্ষার্থীদের বয়োসন্ধিকালের বিভিন্ন মানসিক ও শারীরিক পরিবর্তন বিষয়ে ‘তোমার কথা আমাদেরই কথা’ শীর্ষক আলোচনা করেন অতিথিরা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় । বিশেষজ্ঞরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের আয়োজনে এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন  ’সুন্দর’ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অনুষ্ঠানে রেলওয়ের পাকশী বিভাগের ব্যবস্থাপক আফজাল খান, স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীর উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.