খুলনা প্রতিনিধি: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে খুলনায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে বিএনপির খুলনা মহানগর ও জেলা শাখা। ভোরে দলীয় কার্যালয়সমূহে দলীয় পতাকা উত্তোলন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহে তোরণ নির্মাণ, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা প্লাকার্ড স্থাপন এবং দলীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
সকাল ১০ টায় মহানগর বিএনপির উদ্যোগে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানসহ বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় জেলা বিএনপি আয়োজিত র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেরা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীদের মিছিল ও মটর শোভাযাত্রা সমাবেশে এসে যোগ দেয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, বিজেপি নেতা এ্যাড. লতিফুর রহমান লাবু, বিএনপি নেতা কওসার জমাদ্দার, আমির এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, শেখ আব্দুর রশিদ, জুলফিকার আলী জুলু, আবু হোসেন বাবু, খায়রুল ইসলাম, মনিরুল হাসান বাপ্পী, জি এম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আশরাফুল আলম নান্নু, হাসনাত রিজভী মার্শাল, মোশারফ হোসেন মফিজ, জিয়াউর রহমান জিকু, চৌধুরী আব্দুস সবুর, এ্যাড. মাসুম আল রশিদ, রবিউল হোসেন, এস কে আনিসুর রহমান, রকিব মল্লিক, ফারুক খন্দকার, বিকাশ মিত্র, বিল্লাল মোল্লা, উজ্জল কুমার সাহা, আলী আসগার, শামীম কবির, কামরান হাসান, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, নওশাদ হোসেন লালু, ইসমাইল খান, মনির হাসান টিটো, রিপন বিশ্বাস প্রমুখ।
সমাবেশ শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংষ্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।