জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: নাশকতার অভিযোগে ঝিনাইদহে জামায়াতের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৪১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পুলিশ জেলার ছয় উপজেলায় অভিযান চালায়।
এ অভিযানে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এছাড়া অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।