হাকিম বাবুল, শেরপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শেরপুর জেলা জাতীয় হিন্দু মহাজোট। শনিবার সকালে শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করেন জাতীয় হিন্দু মহাজোট শেরপুর জেলা শাখার আহ্বায়ক সুবির কুমার দে ও সদস্য সচিব গঙ্গেশরচন্দ্র মিত্র।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিত্র কুমার দে, সুভাষ ঘোষ, অনন্ত কিশোর দে, সুশীলচন্দ্র সরকার, শিপন বনিক, রবি সূত্রধর, সোহাগ দে, অমিত পাল, নিত্যরঞ্জন দে, শুভংকর সাহাসহ অন্যরা।