রায়পুরে ছাত্রদলের ৩ নেতা কারাগারে, যুবদল সভাপতির জামিন

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আকবর হোসেন সম্রাট ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাসেলসহ তিন ছাত্রদল নেতার জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামিন লাভ করেন উপজেলা যুবদলের সভাপতি সফিকুল আলম আলমাস।

raipur-lakshmipur-news-20-09-2016
রায়পুরে ছাত্রদলের ৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে, যুবদল সভাপতি জামিন পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ নির্দেশ দেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিল।

আইনজীবীদের সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে ওই সময়ে পৃথক দুটি মামলা হয়। এ দুই মামলায় বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদলের ৯১ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পিপি এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.