অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ/১৬ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উদ্যোগে নাচোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় বিষয়বস্তুু ছিল “জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা।”
প্রতিযোগিতায় নাচোল পাইলচ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র দেবাশীষ চক্রবর্তী ১ম, এশিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র মাহফুজ জামান ২য় এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিক কায়সার ৩য় স্থান অধিকার করেন।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন গোমস্তাপুর বিদু্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপ-প্রকৌশলী মতিউর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।