রতন সিং, দিনাজপুর: নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পরিচালনা পরিষদের সদস্য, সমাজসেবী, ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী এবং দিনাজপুর নার্স ইনষ্টিটিউটের নার্সরা অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে এক আলোচনা সভা জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম আজাদ, চিফ কনসালটেন্ড ড. কেএম সোহাইল, সুপার ডাঃ সুধা রঞ্জন রায়, ডাঃ মোঃ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মোঃ খালেকুজ্জামন নান্নু, নাজমা মশির, আবু তাহের আবু ও আনোয়ারুল কবীর।