রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর):“ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ প্রতিহত করি, তরুন সমাজকে নারী আন্দোলনে যুক্ত করি” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে শুক্রবার মহিলা পরিষদের সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিদা হক, দিপু বসু, ফরিদা ইয়াসমিন, সবিতা ঘোষ, মিনতী মজুমদার, মুকুল বেগম, শামীম আরা, বাসন্তী হালদার প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিলা পরিষদের লক্ষ্য নারী- পুরুষের সমতাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করা। পশ্চাৎপদ নারী সমাজকে সচেতন ও সংগঠিত করে নারীর অধিকার আদায়ের লক্ষ্যে জনমত গঠন করা। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাতা সভাপতি বেগম সুফিয়া কামালের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে মহিলা পরিষদের সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।