রতন সিং, দিনাজপুর: ট্রাকের ধাক্কায় দিনাজপুরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের বিশ্বরোডে খোকন মৌলভির গলির সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জিতেন্দ্র নাথ রায় (৫৫) গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিতেন্দ্র সদর উপজেলার উত্তর দেবীপুর গ্রামের প্রফুল্ল চন্দ্রের পুত্র।
এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।