শেরপুরে ফের বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৪: ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত

হাকিম বাবুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্যহাতির আক্রমণে এক গৃহবধুসহ দুই জন নিহত ও চার জন আহত হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের ছুরত আলীর স্ত্রী আয়তন নেছা (৪৬) ও শাবু মিয়ার ছেলে জহুরুল হক (৪০)। ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতির আক্রমণে পাঁচটি ঘরবাড়ি ও কয়েক একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর পাহাড় থেকে নেমে আসা ৪০/৫০টি বন্যহাতির একটি দল পানবর এলাকায় নেমে এসে লোকালয়ে হানা দেয়। রাতে এক পর্যায়ে বন্যহাতির দল বাড়িঘরে তা-ব চালাতে শুরু করলে প্রাণভয়ে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বন্যহাতি শুড় পেঁচিয়ে পায়ে পিষ্ট করলে গৃহবধু আয়তন নেছা ও কৃষক জহুরুল হক ঘটনাস্থলেই নিহত হন। এলাকায় হাতির দলের তা-ব অব্যাহত রয়েছে।

এনিয়ে গত এক মাসে কাংশা ইউনিয়নে বন্যহাতির আক্রমণে দুই নারীসহ পাঁচ জন নিহত হওয়ার ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.