কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইকোফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে আন্ধারমানিক নদের অভয়াশ্রম এলাকায় হোটেল বীচ হ্যাভেন মিলনায়তনে উৎসবের আয়োজন করে।

ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে উৎপাদন বাড়াতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশের সকল নদীতে ইলিশ শিকার, পরিবহন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইলিশ সম্পদ রক্ষায় ইউএসএআইডি’র অর্থায়নে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ilish-projonon-utsab
উৎসবে বক্তব্য রাখছেন সুলতানা আফরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য বিভাগের উপপরিচালক বজলুর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসএআইডির অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভাগের পরিচালক নাথান সেইজ, ইকোফিশ প্রকল্পের টিম লিডার ড. আব্দুল ওহাব, প্রকল্প পরিচালক এম আই গোলদার, সহকারী পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিষয়ভিত্তিক একটি  নাটিকা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৎস্যজীবী, পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্য, আড়ত মালিক, জেলে পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গবেষণাধর্মী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ মৎস্য সম্ভাবনাকে এগিয়ে নিতে এ কাজে সহায়তা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.