আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে পল্লী চিকিৎসকসহ তিন মাদকসেবীকে গ্রেফতার করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝোপনা দক্ষিণপাড়া গ্রামের মো. আমিনুল ইসলাম খোকনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকদ্রব্য ব্যবহারের সরঞ্জামসহ তিন মাদকসেবীকে গ্রেফতার করে ধনবাড়ী থানা পুলিশ।
গ্রেফতাররা হলো উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক অমিনুল ইসলাম খোকন (৪৫), একই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে লিটন মিয়া (৩৫) এবং মুশুদ্দি মৌলভী পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে দুলাল মিয়া (২১)।
শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী মেজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি মাদক সেবনের দায়ে আমিনুল ইসলাম খোকন, লিটন মিয়া এবং দুলাল মিয়াকে এক বছর করে করাদণ্ড প্রদান করেন। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।