রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নানা বাড়ি ঝালকাঠির সাতুরিয়া গ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর ১৪৩তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকালে সাতুরিয়া মিঞা বাড়িতে এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরী স্কুল ও কলেজের সামনে শের-ই-বাংলার নামে সাতুরিয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী ও স্থানীয়রা।
বিকেলে শের-ই-বাংলা একে ফজলুল হক রিসার্চ ইন্সটিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্জ কে এম আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। প্রধান বক্তা ছিলেন (টেলি কনফারেন্স) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকৌশলী একেএম রেজাউল করিম। সভাপতিত্ব করেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন আলহাজ্জ হাফেজ মোস্তফা কামাল, মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।