স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের বাবুলচরা বিদ্যালয় কেন্দ্রের উপ-নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ৭৫.৫০ ভাগ ভোটার স্বত:স্ফূর্তভাবে ভোট প্রদান করেছে।
প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মতলেবুর রহমান মিনহাজ ১২,২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নেফাউর রহমান রাজু পেয়েছেন ১০,২২৭ ভোট।