স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) শতবর্ষ উদযাপন ২০১৭ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্কুলের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ উদযাপন কমিটির আহব্বায়ক ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সচিব ও অধ্যক্ষ আইনুল ইসলাম, পরিকল্পনা উপ-কমিটির আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, উত্তর জনতার সম্পাদক ববি সরদার, সাংবাদিক মাহাবুবুল আলম দুদু, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু প্রমুখ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লবের নির্বাহী সদস্য অধ্যাপক আবুল হাসেম, স্ব-কাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, পদ্মার খবর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রথম সকাল পত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আতাউর রহমান বাবলু, ফটো সাংবাদিক সেলিম আহমেদ, রিয়াদ ইসলাম, রিফাজ বিশ্বাস লালন, ফেরদৌস প্রমুখ।
বিভিন্ন উপ-কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজমল হক বিশ্বাস, আব্দুল হাই চৌধুরী মঞ্জু, আলহাজ্ব আবু ছিদ্দিক, আতাউর রহমান বাবু ফকির, সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, শিক্ষক আব্দুল আন্নান (২) প্রমুখ। সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক শহিদুল হক শাহিন।
সভায় জানানো হয়, সাবেক ছাত্রদের ১৫ই নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে। দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন হবে ২০১৭ সালে জানুয়ারির প্রথম সপ্তাহে। শতবর্ষ উদযাপন সফল করতে ব্যাপকভাবে প্রচারণা চালানোর জন্য সাংবাদিকদের আহব্বান জানানো হয়।