রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে অচেনা হিংস্র প্রাণীর আক্রমণে ৬টি গ্রামের ২১ জন গ্রামবাসী আহত হয়েছেন। বন বিভাগ প্রাণীটিকে ধরার জন্য ফাঁদ পেতেছেন। প্রাণীর আক্রমণে আতংকিত গ্রামবাসী।
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর, শাহপাড়া, সরকারপাড়া, গোরস্থানমোড়, সিকদারহাট ও হাজীপাড়া এলাকায় শনিবার সন্ধ্যা থেকে অজ্ঞাত ও অচেনা হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে ২১ জন গ্রামবাসী আহত হন। আহতরা বলেন, তারা একসাথে ৫টি প্রাণীকে দেখেছে। লোকজন ক্ষেতে কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে।
এ পর্যন্ত ২১ জনকে আক্রমণ করেছে ওই প্রাণী। আক্রমণের শিকার হওয়া লোকজন বলছেন, তারা ক্ষেতে কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। তারা কিছু বুঝে উঠার আগেই ধান ক্ষেতে ঘাপটি মেরে থাকা ওই প্রাণী হঠাৎ লাফিয়ে তাদের উপর আক্রমণ করে বসছে। আহতরা দিনাজপুর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অজ্ঞাত হিংস্র প্রাণীর আক্রমণে আতংকিত গ্রামবাসী রোববার ক্ষেতে কাজ করতে যেতে ভয় পাচ্ছে। শিশুদের স্কুলেও পাঠাতে পারছেনা। কখন জন্তু ঘরে ঢুকে পড়ে এই আতংকে গ্রামবাসীর নির্ঘুম রাত কাটছে। এই অবস্থায় হিংস্র ওই প্রাণীর থাবা থেকে নিজেদের রক্ষার্থে রাত জেগে তারা গ্রাম পাহারা দিচ্ছে।
এদিকে ৬নং আউলিয়াপুর ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, প্রাণীটি মেছো বাঘের মত মনে হচ্ছে। তবে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এদের আক্রমণে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
অজ্ঞাত এই প্রাণীর আবির্ভাব ও আক্রমণের সত্যতা নিশ্চিত করে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্রামবাসীর দেখা বিবরণ মতে তাদের ধারণা প্রাণীটি বাঘদাস হতে পারে। তবে ধরা না পড়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন জানালেন প্রাণীটিকে ধরতে এলাকায় ফাঁদ পাতা হয়েছে।