হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে সচেনতা বৃদ্ধির জন্য জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সংগঠনের কার্যালয়ে সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার লবনী চাকমা, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, সমাজ সেবক আঃ লতিফ খসরু, মহিলা পরিষদ কাউখালী শাখার সাধারণ সম্পাদক শাহিদা হক ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ইউপি সদস্য আক্তারুন নেহার রেবা প্রমুখ।