স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) শিমূল আক্তার এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার।
সভায় ঈশ্বরদীর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। তথ্য অধিকার জনগণের মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত হওয়ায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পথ সুগম হয়েছে।