বাগেরহাট প্রতিনিধি: সুদাসলে ঋণ পরিশোধ করার পরও মোল্লারহাটে সুদ কারবারি এক পরিবারের সদস্যরা ঋণ গ্রহীতার বৃদ্ধ মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। উপজেলার বুড়িগাংনি গ্রামের সুদ কারবারিরা ওই নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালায়, পরে সাদা স্ট্যাম্পে টিপসই রেখে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।
ঘটনার প্রায় এক মাস পর স্থানীয় এক ব্যক্তির সহযোগিতা নিয়ে ওই নারী এই অন্যায়ের বিচার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন।
অভিযোগ ও ভুক্তভোগী নারীর কাছ থেকে জানা যায়, বছর দুয়েক আগে তার ছোট ছেলে আমানত মোল্লা প্রতিবেশী আবুশামা সিকদারের ছেলে কবির সিকদারের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে ধার নেন । পরবর্তীতে কবির সিকদারকে সুদসহ ৩০ হাজার টাকা পরিশোধ করেন আমানত। এরপর আর টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন আমানত মোল্লা।
তার পরও কবির সিকদার ও তার পরিবারের লোকজন সুদ-আসলের নামে আরো প্রায় ৫০ হাজার টাকা আদায়ের জন্য আমানতের উপর চাপ সৃষ্টি করতে থাকে । এক পর্যায়ে সুদ ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে পরিবার নিয়ে চট্টগ্রাম চলে যান আমানত মোল্লা। তার বড় ভাই জার্জিস মোল্লাও গ্রাম ছেড়ে ঢাকা চলে যান। দুজনেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের বিধবা মা তছিরন বেগম (৬৫) বাড়িতে অবস্থান করেন।
গত ১৫ অক্টোবর সকাল ৯টার দিকে কবির সিকদার, তার ভাই ওবাই সিকদার, বোন রশিদা খাতুন ও খালেদা খাতুন মিলে তছিরন বেগমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে সিকদার বাড়িতে নিয়ে বেঁধে রাখে তারা। এসময় নানারকম নির্যাতন করে তারা জোর করে খালি স্ট্যাম্পে টিপসই নিয়ে তছিরনকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। অসহায় তছিরন পাশের গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
তছিরনসহ স্থানীয় অনেকে অভিযোগ করেন, সুদ কারবারি পরিবারের সদস্যরা এলাকার কাউকে তোয়াক্কা করে না। তারা খুবই বেপরোয়া। এমনকি তাদের বিরুদ্ধে নারী পাচারে যুক্ত থাকার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, এ নিয়ে তার কাছে একটি অভিযোগপত্র এসেছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।