স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): এক যুগ পর যুবলীগের ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী ঈমান কমিউনিটি সেন্টারে শনিবার বিকেলে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে শিরফান শরীফ তমাল সভাপতি এবং রাজীব সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা কমিটি গঠিত হয়।
এ ছাড়া পৌর কমিটিতে আলাউদ্দিন বিপ্লব সভাপতি এবং আরিফুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সকালে এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, যুবলীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ নাসিম পাভেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুজ্জামান বিশ্বাস, ভূমিমন্ত্রীর এপিএস বশির আহমেদ বকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া, ইসাহক আলী মালিথা প্রমুখ।