হাকিম বাবুল, শেরপুর: ‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙ্গবেই’-শ্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের দ্বাদশ সম্মেলন শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধন করা হয়। প্রবীণ শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আবু তাহের সম্মেলনের আনুষ্ঠনিক উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য হাসান মাহমুদ, আরিফ নূর, সন্তোষ কুমার রাজভর ও আব্দুস সালাম রিপন। কাউন্সিলে উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি প্রভাষক তপন সারোয়ার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এস এম আবু হান্নান বার্ষিক রিপোর্ট পেশ করেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জয়শ্রী দাস লক্ষ্মী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জহুরুল ইসলাম মিলন, রবীন্দ্র সংগীত শিল্পী নির্মল দে, শিশু সংগঠক মমিনুল ইসলাম, কার্টুনিষ্ট সাইফুল ইসলাম শাহীন, বিতার্কিক এমদাদুল হক রিপন, আর্তনাদ সভাপতি সোবাহান উদ্দিন জিহান প্রমুখ বক্তব্য রাখেন।
অধ্যাপক শিব শংকর কারুয়া তার বক্তব্যে বলেন, ক্রান্তিকালে জন্মেছি, যুদ্ধে যুদ্ধে বেড়েছি। এই শাশ্ব^ত চেতনাকে লালন করে গণমানুষের মুক্তির গান গাইবার জন্য এক নির্ভীক যোদ্ধার মতো সব সময় পাশে থাকে উদীচী। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে উদীচী সবসময় মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক চেতনায় দেশ বিনির্মাণ ও জাতি গঠনে কাজ করে যাচ্ছে। চেতনার এ লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।