আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় পিক-আপের চাকায় পিষ্ট হয়ে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে শহরের চৌরঙ্গীমোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম আজাদ সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া লস্করপাড়া গ্রামের বাশারাত আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, আবুল কালাম আজাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে আসছিল। এ সময় চৌরঙ্গিমোড়ে পৌঁছালে পিছন দিক থেকে একটি পিক আপ তাকে চাপা দেয়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।