দিনাজপুরে সংখ্যালঘু ও আদিবাসীদের ভূমি রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় সভা

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে সমতলে আদিবাসীদের জন্য ভূমি কমিশনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের সুপারিশ নিয়ে অনুষ্ঠিত হলো আদিবাসী পরিষদের দিনব্যাপী মতবিনিময় সভা।

শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে ‘শান্তি ও সহাবস্থান নিশ্চিতকরণে সংখ্যালঘু জাতিসত্বার মানবাধিকার: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী অ্যাডভোকেসি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডির সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় সম্প্রতি সংগঠিত ঘটনাপ্রবাহ, সমস্যা ও সম্ভবনা নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, রবিন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল খোকা, এ্যাডঃ গনেশ সরেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পৈত্রিক সম্পত্তি ভূমি যেন আদিবাসীদের কাছে এখন বিশাল সমস্যায় পরিণত হয়েছে। এই সম্পত্তি রক্ষায় সর্বক্ষেত্রে তারা নির্যাতন-নিপিড়ন, অত্যাচার ও নিষ্ঠুরতার শিকার হচ্ছেন। আদিবাসীদের অশিক্ষা ও সরলতার সুযোগ নিয়ে অসাধু ভূমিদস্যুরা দখল বাণিজ্যে চালাচ্ছে। এখন নামে-বেনামে একত্রিত হয়ে আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সম্পদ লুন্ঠনে মেতে উঠেছে এক শ্রেণির ভূমদস্যু বিত্তবানেরা।

বক্তারা বলেন, ১৯৮৪ সালে আদিবাসীদের জমিজমা রক্ষায় এবং কাগজপত্রের সমস্যা দেখার জন্যে একজন সরকারি উচ্চপদস্থ কমকর্তা নিয়োগ করা হয়েছিল। যা পরবর্তীতে বাতিল করে দেয়া হয়েছে। পুনরায় ওই কর্মকর্তা পদায়ন করার দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.