রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ি আবাসনে আশ্রিত ৮০জন অসহায় দুস্থ শীতার্তের মাঝে সোমবার উপজেলা প্রশাসন কম্বল বিতরণ করেছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব কম্বল বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা। এ সময় আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু, ইউপি সদস্য মাহাদেব আচার্য, আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।