রতন সিং, দিনাজপুর: দিনাজপুর বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
দিনাজপুর বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল ইসলাম প্রধান জানান, রোববার বিকেল সাড়ে ৩টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শাহিদা খাতুন (৩০) রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহত গৃহবধূ শাহিদার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়।