সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ জন নিহত

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার তালার জেঠুয়ায় নদী কাটা মেশিনবহনকারী একটি ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

সাতক্ষীরায় ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

বুধবার ভোর চারটায় সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে পল্লীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক রওশন আলি (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশন আলির বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আবদুল আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ট্রাকটি একটি এসক্যাভেটর (নদী খনন মেশিন) মেশিন নিয়ে তালা থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। এ সময় ট্রাকটি (ঝালকাঠি স ১১-০০৪৩) উল্টে  পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সাতক্ষীরা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি তুলে দুটি লাশ উদ্ধার করে।

ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম অক্ষত রয়েছেন। নিহত রওশন ও আজিজের লাশ তালা থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.