হাকিম বাবুল, শেরপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় ৯ জানুয়ারি সোমবার শেরপুরেও শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে সকাল ১১টায় কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে শহীদ দারোগ আলী পৌর পার্কের মেলার মাঠে গিয়ে শেষ হয়। র্যালির আগে জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মাঝে পুলিশ সুপার রফিকুল হাসান গণি, সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ডা. এ এম পারভজ রহিম জানান, শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী (৯-১১ জানুয়ারি) উন্নয়ন মেলায় একটি মিডিয়া সেন্টারসহ বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে শেরপুর কেন্দ্রিক নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি সরকারের গৃহীত মেগা প্রকল্প ও বাস্তবায়িত উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ডসমূহ পোস্টার, লিফলেট ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। প্রতিটি স্টলে সরকারি প্রতিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাগণ স্ব-স্ব স্টলে উপস্থিত থেকে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশপাশি সাধারণের জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছেন। তাছাড়া মেলা প্রাঙ্গণ থেকে সব ধরনের নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরে সরকারের সাথে জনগণের উন্নয়নের যোগসূত্র প্রতিষ্ঠা করাই এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবহমান বাংলার হারিয়ে যাওয়া গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। শেষ দিন ১১ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হবে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা।
সাতক্ষীরায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা, বসছে ৭৭টি স্টল
আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৯ জানুয়রি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি জনগণকে সরকারের উন্নয়ন কাজে সম্পৃক্তকরণ ও সরকারের মুখপাত্র হিসেবে প্রচারণায় অংশগ্রহণ হলো মেলার উদ্দেশ্য ও লক্ষ্য।
এবারের উন্নয়ন মেলার প্রতিপাদ্য বিষয় হলো ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র’। মেলায় সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-ব্যাংক বীমা, এনজিও প্রতিষ্ঠানের মোট ৭৭টি স্টল দেওয়া হয়েছে। মেলার উদ্বোধনী সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। আয়োজনের মধ্যে রয়েছে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে রচনা প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিনে ১১ জানুয়ারি সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা এবং দুপুর আড়াইটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এজন্য এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সংবাদ সম্মেলনে জানান হয় উপরের সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাক এম কামরুজ্জামান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীসহ প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।