আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: নিখোঁজ হওয়ার একদিন পর সাতক্ষীরায় শান্তিরাম বিশ্বাস (৫০) নামের এক নাপিতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার ঝাপাঘাটা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শান্তিরাম বিশ্বাস কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের ননি গোপাল বিশ্বাসের ছেলে। কলারোয়া উপজেলায় সোনাডাঙ্গা বাজারে একটি সেলুন চালাতেন তিনি।
সোমবার সন্ধ্যা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, সকালে এলাকার লোকজন শান্তিরামকে ঝাপাঘাটা বিলের মধ্যে নিষ্প্রাণ পড়ে থাকতে দেখে। তার মুখে বিষ ঢেলে দেওয়া ছিল। পুলিশ তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাকে হত্যা করে কে বা কারা বিলের মধ্যে ফেলে রেখে গেছে বলে সন্দেহ করছেন পুলিশ কর্মকর্তা।