খালিদ হাসান, বরগুনা: বরগুনার আমতলী থেকে হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে বরগুনার আমতলীর ফেরিঘাট এলাকায় তারা আটক হয়। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে র্যাব।

আটকরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কালীবাড়ি এলাকার ইমরান হোসেন (২৫) ও আমতলী উপজেলার চুনাখালি এলাকার আব্দুল মতিন (৩৫)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল পটুয়াখালী ক্যাম্পের একটি দল আমতলীর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হেরোইন ব্যবসায়ী বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।