আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনে শনিবার বার্ষিক মিলাদ মাহফিল ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম, মধুপুর রানী ভবানী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মো. আব্দুল জলিল, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক শেখ মুহাম্মদ শামছুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদ হাসান, শিক্ষার্থী রাশেদুল ইসলাম সিফাত, উৎসব, জাকারিয়া প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করে সাফিয়া রশিদ প্রিয়া। মিলাদ মাহফিল পরিচালনা করেন ধনবাড়ী নওয়াবশাহী জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মো. ইদ্রিস হোসাইন।