আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ী উপজেলার প্রত্যন্ত চারটি গ্রামের ৫০০ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।
রোববার দুপুরে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
দড়িচন্দ্রবাড়ী, কেন্দুয়া, বড় গঙ্গাবর ও শ্রী হরিপুর বাড়ইপাড়া গ্রামগুলোর গ্রাহকরা বিদ্যুৎ সংযোগের আওতায় আসেন।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা। বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি খন্দকার বজলুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. আব্দুর রাজ্জাক বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, পদ্মা সেতুর মতো বড় উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন অগ্রগতির জন্য শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।