সম্মানী বাড়ানোর দাবিতে ঈশ্বরদীতে পৌর কাউন্সিলরদের মানববন্ধন

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বাড়ানোসহ ৮ দফা দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা করেছে পাবনা জেলা পৌর কাউন্সিলর এ্যাসোাসিয়েশন।

আজ সোমবার সকালে জেলার ৯টি পৌরসভার কাউন্সিলররা ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। পরে ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র সাইদ হাসান শিমুলের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোাসিয়েশনের  কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জোয়াদ্দার, চাটমোহর পৌরসভার নাজিম উদ্দিন, সুজানগরের মনসুর আলী, পাবনা সদরের আইয়ুব সরদার, ভাঙ্গুড়ার রফিকুল ইসলাম, আটঘরিয়ার এম ফরহাদ হোসেন, সদরের নারী কাউন্সিলর আফরোজা খাতুন ছবি এবং ঈশ্বরদীর ফিরোজা বেগম।

বক্তারা ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভার কাউন্সিলরদের ২৫,০০০ টাকা, ‘খ’ শ্রেণিভুক্ত  ২০,০০০ টাকা এবং ‘গ’ শ্রেণিভুক্ত পৌরসভার কাউন্সিলরদের ১৫,০০০ সম্মানী ভাতা প্রদানের দাবি জানান।

পরে কাউন্সিলরা দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসককে কাছে একটি স্মারকলিপি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.