বরগুনায় নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, স্বজনদের দাবি স্বামী খুন করেছে তাকে

খালিদ হাসান, বরগুনা: বরগুনায় এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজমা (২০) সদর উপজেলার কালিরতবক গ্রামে  মতি হাওলাদারের ছেলে আল-আমিনের স্ত্রী এবং আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের গোপখালী গ্রামের নিজাম মোল্লার মেয়ে। মাস তিনেক আগে নাজমার বিয়ে হয়। রোববার রাতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আল-আমিন নাজমাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন নাজমার স্বজনরা। তাদের দাবি- যৌতুকের জন্য নাজমাকে হত্যা করা হয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার রাতে পুলিশ নাজমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

নাজমার গলা, কাঁধ ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.