আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ট্রলির ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র আব্দুল গফ্ফার ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার বাশতলায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফ্ফার কালিগঞ্জ উপজেলার পাইলট হাইস্কুলের ছাত্র।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, সকালে বাই সাইকেলে গফ্ফার স্কুলে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। সে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় জনতা ট্রলিটি আটক করেছে। ড্রাইভার পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।