নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল বলেছেন, বাঙালি সংস্কৃতি চর্চায় সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে। পৌর এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে শহরের একাধিক স্থানে আধুনিক মঞ্চ ও মিলনায়তন তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পৌরসভার আগামী বাজেটে শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
পৌর মেয়র সোমবার সোনাপুর বার্ডনার্সিং স্কুল মাঠে সুর-ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আন্ত:স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বসন্তবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুর-ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি শাকিলা পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নওশের কোরাইশী নিশানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর ও সুর-ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠীর সহ সভাপতি সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ। এ সময় পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফখরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বদরুল হাসান বাবলু, ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরনবী সোহাগ উপস্থি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারায় সংস্কৃতি চর্চার জন্য শিল্পী, সংগঠক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে। পৌর এলাকায় মাদক, ইভটিজিংসহ সব ধরনের সামাজিক অপরাধ শক্ত হাতে দমন করা হবে। এ ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
অনুষ্ঠানে সুর-ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে পৌর মেয়রকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেয়র। বসন্তবরণ উৎসবে শিল্পীদের পরিবেশনা আগত দর্শকদেরকে মুগ্ধ করে।