রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে জুয়ার আসরে হানা দিয়ে ছয় জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করলে জুয়া আইন ১৮৬৭ এর চার ধারায় ছয় জুয়াড়ির প্রত্যেককে একশত টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদলতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার চিরাপাড়া পান হাটের টল সেড ঘর থেকে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জন জুয়ারীকে আটক করা হয়। আটককৃতরা হলো- আনোয়ার (৩৭), রুবেল (৩৬), দেলোয়ার ওরফে দিলু (৪০), রফিক সরদার (৩৫), বাদশা (৪০) ও এনায়েত (৩৬)। তাদের বাড়ি চিরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মুনিরুজ্জামান জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে অর্থদ- করেন।