রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে চলবে দুপুর ১ টা পর্যন্ত। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন প্রার্থী ভোটারদের আকর্ষণ করার জন্য ফেসবুক ও ফেসটুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
শিক্ষা অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ গ্রহণ করবে।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্য থেকেই প্রিজাইডিং, পুলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্যের দায়িত্ব পালন করা হবে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি হতে সাতজন প্রার্থী জয়ী হবে। তারা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির জানান।
এ ব্যাপারে কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা বলেন, এবছর নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।