ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী নিউ কলোনী মাঠে শুক্রবার এথলেটিক ডি ক্লাব আয়োজিত রানা স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ডেঞ্জার বি ক্লাব চ্যাম্পিয়ন এবং এথলেটিক ডি ক্লাব রানার্স আপ হয়েছে।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু চ্যাম্পিয়ন দল ডেঞ্জার বি ক্লাবের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ডেঞ্জার বি ক্লাব স্বাগতিক এথলেটিক ডি ক্লাবকে ১১ রানে পরাজিত করে। খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু চ্যাম্পিয়ন দল ডেঞ্জার বি ক্লাবের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। আর রানার্স আপ এথলেটিক ডি ক্লাবের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন সমাজকর্মী আতাউর রহমান পাতা।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহম্মেদ, আব্দুর রব, আওয়াল কবীর ইমরান হোসেন পবন সালামত হোসেন।
Be the first to comment on "ঈশ্বরদীতে রানা স্মৃতি গোল্ড কাপ ক্রিকেটে ডেঞ্জার বি ক্লাব চ্যাম্পিয়ন"