সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর ও হামিদপুর গ্রামে ১৬৪টি সড়কবাতি বসানো হয়েছে।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে গ্রাম দুটির কয়েকটি সড়কে এসব বাতি লাগানো হয়। গ্রাম দুটির যুক্তরাজ্য প্রবাসীরা এজন্য প্রায় ২০ লাখ টাকা অনুদান দেন।
সড়কবাতির কারণে রাতের বেলা গ্রাম দুটির জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধ থেকেও সুরক্ষা পাচ্ছেন তারা।
প্রভাকরপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, আলোর ঝলকানিতে বুঝাই যাচ্ছে না এটি গ্রাম না শহর। এলাকার লোকজন খুবই খুশি। চেয়ারম্যান ও প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ।
রোববার বিকেলে সড়কবাতির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। এসময় পরিষদের সদস্য ছায়াদুর রহমান, সাবেক সদস্য আবুল হাসনাত, হারুন মিয়া, এলাকার যুব নেতা ফজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, শিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারাম্যান সিরাজুল হক বলেন, আলোকিত ইউনিয়ন গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ভাইদের গ্রাম উন্নয়নে আহ্বান জানাই। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ১৬৪টি সড়কবাতি বসানো হয়েছে। তিনি বলেন, এই ওয়ার্ডের মতো অন্য ওয়ার্ডগুলোতে বাতি লাগানোর চেষ্টা করব আমরা।
সূত্র: সুনামগঞ্জের খবর