স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): রেলের চোরাই তেলসহ ঈশ্বরদীতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়ার ওমর আলী শেখ (৪২), ফজলু সরদার (৪৫), মিতুল সরদার (৩০), মামুস আলী (৩০) ও আকতার খান (৩০)।
তাদের কাছ থেকে প্রায় দেড় হাজার লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া হতে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ার (৪২) ও জামাল (৪৫) নামে ধৃতদের দুই সহযোগী পলাতক রয়েছে।
ঈশ্বরদীতে একটি চক্র ট্রেন থেকে দীর্ঘদিন থেকে তেল চুরি করে আসছে। দীর্ঘদিন তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। এদের সঙ্গে রেলওয়ের লোকজনের যোগসাজশের অভিযোগ রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী বলেন, এর আগেও একই জায়গা থেকে চোরাই ডিজেলসহ চোরাকারবারিদের গ্রেপ্তার করা হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র রেলের লোকজনের সহযোগিতায় বার বার তেল চুরি করছে।
ঈশ্বরদী থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার তাদের জেলে পাঠানো হয়েছে।